Posts

মুর্শিদাবাদ কেন যাবেন?

Image
মুর্শিদাবাদের নামটি শুনলেই একটা ঐতিহাসিক গন্ধ লাগে গায়ে। চোখের সামনে ভেসে ওঠে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের বিদ্রোহ বিপ্লবের সব দৃশ্য। বজ্রপাতের ভেতরে যেমন ভয়ঙ্কর সৌন্দর্য খেলা করে, ইতিহাসও তেমনি এক ঐতিহাসিক বাস্তবতার সাক্ষী রাখে তার স্থাপত্য–ভাস্কর্য আর অধিগম্য অবশিষ্টাংশের অবয়বে। মলিনতার স্তরে ফুঁ দিয়ে ধুলো সরিয়ে দিলে বালুকণাও যে হীরকদ্যুতি বিচ্ছুরিত করে, হাজারদুয়ারি গেলে তা স্পষ্ট হয়। শিয়ালদা থেকে প্রতিদিন একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ছাড়ে। পছন্দ মতো ট্রেনটি বেছে নিন আর পা রাখুন মুর্শিদাবাদে। হাজারদুয়ারি সফরের অনুভব ঘোড়ায় টানা টাঙায় সওয়ারি হওয়াতে অনেকাংশে লুকিয়ে থাকে; তবে বিকল্প টোটো গাড়ি। খুব ভোরে পৌঁছলে, স্টেশন থেকে মিলবে টাঙা। ইতিহাসের পদধ্বনি শুনতে পাবেন ঘোড়ার খুরের  শব্দে। শীতের শিশির, সকালের মিষ্টি রোদে স্বাগত জানাবে ইতিহাস। শুরুতেই প্যালেসে না ঢুকে বেড়িয়ে আসুন সংলগ্ন স্থানগুলি। প্রয়োজনে উঠুন গঙ্গাপাড়ের হোটেলে। কাটরা মসজিদের প্রবেশ পথ পেছন দিকে। ভূমিকম্প বিধ্বস্ত এই স্থাপত্যটির বিপর্যয় পরবর্তী রূপটি এখনও বেশ সুন্দর– ইতিহাসকে স্পর্শ করার মতোই। প্রশস্ত চত্বরে পদচারণা

Translate In Your Language

Sundarbans National Park

Image
The  Sundarban National Park  (Bengali:  সুন্দরবন জাতীয় উদ্যান   Shundorbôn Jatiyo Udyan ) is a National Park, Tiger Reserve, and a Biosphere Reservein West Bengal, India. It is part of the Sundarban on the  Ganges Delta , and adjacent to the Sundarban Reserve Forest in  Bangladesh . The  delta  is densely covered by  mangrove  forests, and is one of the largest reserves for the  Bengal tiger . It is also home to a variety of bird, reptile and  invertebrate  species, including the  salt-water crocodile . The present Sundarban National Park was declared as the core area of Sundarban Tiger Reserve in 1973 and a wildlife sanctuary in 1977. On 4 May 1984 it was declared a National Park. Sundarbans National Park of India সুন্দরবন জাতীয় উদ্যান IUCN  category II ( national park ) Tiger from Sundarbans Tiger Reserve Location South 24 Parganas, West Bengal, India Nearest city Kolkata Coordinates 21°56′42″N   88°53′45″E Coordinates :  21°56′42″N   88°53′45″E Area 1,

Digha

Image
Digha is the most famous and most visited sea beach in West Bengal. Thousand of tourist come here every year and it is one of the favorite honeymoon spot for many as well. Digha is a seaside resort town in the state of West Bengal, India. It lies inEast Midnapore district and at the northern end of the Bay of Bengal. It has a low gradient with a shallow sand beach with gentle waves extending up to 7 km (4.3 mi) in length. It is the most popular sea resort in the West Bengal. Digha দীঘা Town / Tourist Attraction New Digha Beach Coordinates: 21°41′N 87°33′E Coordinates : 21°41′N 87°33′E Country India State West Bengal District Purba Medinipur Elevation 6 m (20 ft) Languages  • Official Bengali , English Time zone IST ( UTC+5:30 ) Geography : It is located at 21.68°N 87.55°E .It has an average elevation of 6 metres (20 ft). It is located 183 km (114 mi) from Kolkata / Howrah via Mecheda and 234 km (145 mi) via Kharagpu